Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪

পাঠ্যবই সংশোধন ও সপ্তম শ্রেণির 'শরীফার গল্প' রিরাইট

পাঠ্যবই সংশোধন ও সপ্তম শ্রেণির 'শরীফার গল্প' রিরাইট
ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন যে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন পাঠ্যবইয়ের ভুল বা অসংগতি চিহ্নিত করে মার্চ মাসের শেষে প্রয়োজনীয় সংশোধনী দেওয়া হবে।

এছাড়াও, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে 'মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা' অধ্যায়ের 'শরীফার গল্প' রিরাইট বা পরিমার্জন করা হবে। গত শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এনসিটিবি চেয়ারম্যান আরও জানান, ইংরেজি মাধ্যমের ৭টি বই ভুলভাবে ছাপা হয়েছে। তাই বইগুলো উঠিয়ে নেওয়া হয়েছে।

শরীফার গল্পটি থাকবে, তবে রিরাইট করা হবে। বিজ্ঞানসহ আরও বেশ কয়েকটি বইয়ের সংশোধন দিতে হবে। আরও কোনো সংশোধনের প্রয়োজন আছে কিনা, সেজন্যও কাজ চলছে।

সব সংশোধন আসার পর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সংশোধন করা বই শিক্ষার্থীদের দেওয়া হবে।

উল্লেখ্য: চলতি বছরে ৩ কোটি ২৮ লাখ ৩২৪ শিক্ষার্থীর মধ্যে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ কপি নতুন বই বিতরণের কথা রয়েছে।

মাধ্যমিকের তিনটি শ্রেণির বই বেশ কিছু এলাকায় এখনো পৌঁছায়নি।
এমআইপি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৪ মে ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন